প্রতিষ্ঠাতা পরিচিতি
প্রতিষ্ঠাতা মহোদয়ের পরিচিতি বিস্তারিত
প্রতিষ্ঠাতা
হাফছা মজুমদার
Message of the Founder
Message of the Founder
বাংলাদেশের উত্তর- পূর্ব অঞ্চলের সিলেট জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে অবহেলিত , শিক্ষাবঞ্চিত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা । এ উপজেলার অবহেলিত নারী শিক্ষাকে জাগ্রত করার জন্য তিনি তাঁর সুদূর প্রসারি চিন্তা থেকে প্রয়োজনবোধ করলেন এ অঞ্চলে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান । একটি শিক্ষিত জাতি গঠনের জন্য নারী শিক্ষাই প্রধান হাতিয়ার। এ ধারাবাহিকতায় জকিগঞ্জ শহর থেকে ৩কিলোমিটার দূরে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ১৯৯৮ সালে গড়ে তোলেন হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ । তাঁর এই মহৎ প্রচেষ্ঠার জন্য জকিগঞ্জ উপজেলা আজ নারী শিক্ষায় দেশে সর্বক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রেখে যাচ্ছে । ১৬ মে ২০২১ সালে তিনি মুত্যু বরণ করেন । তিনি বেঁচে আছেন তাঁর কর্মে অসংখ্য শিক্ষার্থীর অন্তরে । আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি ।