সহ-পাঠ্যক্রম
সহ-পাঠ্যক্রম
৫. আবৃত্তি সংসদ
- *
আবৃত্তি সংসদ:মানুষের মনে সৌন্দর্যের অনুভব সৃষ্টি করতে যা কিছু প্রভাবকের ভূমিকা পালন করে তার সবই শিল্পের অন্তর্ভুক্ত । একটি কবিতা যা অধরা অপরূপের ছাদ দেয়, অলৌকিক বেদনার ভারে মনকে স্থির, উদ্বুদ্ধ করে অশুভ চেতনা ও শক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াতে, বিশেষ শব্দ ও ছন্দের যাদুতে আচ্ছন্ন করে হৃদয়, মানুষ ও প্রকৃতির ব্যাখ্যায় অব্যাখ্যেয় রহস্য আবিস্কারের পথ দেখায় সবচেয়ে বড় কথা, জগতের অপার বাস্তব আনন্দযজ্ঞের দুয়ার খুলে দেয় তাই হল আবৃত্তি রূপসী বাংলা কলেজ এর অনেক গুলো সহ শিক্ষা কার্যক্রম আরে সাথে এবার নতুন মাত্রা যুগ করল আবৃত্তি সংসদ যা সহশিক্ষা কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে আশা করি। আবৃত্তি বর্তমানে এক জনপ্রিয় শিল্পের নাম। আবৃত্তির চর্চা গ্রাম থেকে শহরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, ইলেকট্রনিক সোসাল মিডিয়ার মাধ্যমে দিন দিন বেড়েই চলেছে । কবিতাকে লোকপ্রিয় করার ক্ষেত্রে আবৃত্তির অবদান অনঃস্বীকার্য
আমার মতে আবৃত্তি চর্চা আমাদের কবিতাকে ভালোবাসতে শেখায় আমাদের নান্দনিক আনন্দ দান । করে, আমাদের বাচনভঙ্গি সুন্দর করে. আমাদের কথাকে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেয়। আবৃত্তি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এই সংসদের সমন্বয়ক হিসেবে আমি আশা করবো রূপসী বাংলা কলেজের শিক্ষার্থীরা "ছন্দের যাদুতে আচ্ছন্ন কর হৃদয়” এই মূল মন্ত্রকে সামনে নিয়ে এগিয়ে যাবে দূর্বার গতিতে